শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | একদিকে শোভাযাত্রা-অন্যদিকে চলছে নমাজ পাঠ, সম্প্রীতির রামনবমীতে হুগলিতে শৃঙ্খলার নজির

RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৮ : ০৫Rajit Das


মিল্টন সেন, হুগলি: সম্প্রীতি এবং শৃঙ্খলার অনন্য নজির হুগলিতে। দুপুর গড়াতেই রিষড়ার বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা জিটি রোডে ধরে সন্ধ্যা বাজার হয়ে ছাই-রোডের দিকে এগোতে শুরু করে। এ দিকে বিকেল চারটে নাগাদ অন্যান্য দিনের মতোই এ দিনও রিষড়া জামা মসজিদে শুরু হয় আজান। এই আজান চলাকালীন প্রথম শোভাযাত্রা ছাই রোড ধরে পৌঁছয় মসজিদের সামনে। ধীরে ধীরে অতিক্রম করে মসজিদ। একদিকে চলল আযান, অন্যদিকে রামনবমীর গান, ধ্বনি। 

রিষড়া চারবাতি, বাগখাল, এন এস রোড, মৈত্রী পথ, বাঙ্গুর পার্ক, প্রভাষ নগর-সহ একাধিক জায়গা থেকে একের পর এক মোট ১৪টি শোভাযাত্রা জিটি রোড ধরে শান্তিপূর্ণ ভাবে শ্রীরামপুরের দিকে এগোতে থাকে। আয়োজিত শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে দেখা যায় হাজার হাজার মানুষকে। সুসজ্জিত শোভাযাত্রায় রামের মূর্তির সঙ্গে দেখা গিয়েছে অনেক ঋষি মনীষীদের মূর্তিও। ছিল নানান বাজনা, ট্যাবলো। 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মসজিদ সংলগ্ন এলাকায় অনেকেই এগিয়ে দিয়েছেন জলের বোতল। রিষড়া রামনবমী মিছিল কমিটির মার্গ দর্শক দীনেশ বেড়িওয়াল জানিয়েছেন, রাম লালার পাশাপাশি আমরা ঋষি মনীষীদের সঙ্গে নিয়ে চলতে চাই। শান্তিপূর্ণ আয়োজনের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন দীনেশ বাবু। 

শোভাযাত্রা শান্তিপূর্ণ রাখতে আগাম পুলিশি ব্যবস্থা ছিল নজরকাড়া। শোভাযাত্রার সমগ্র রুটে মোতায়েন করা ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। রাস্তায় ছিলেন শ্রীরামপুরের ডিসি অর্ণব বিশ্বাস, এসিপি-টু শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুরের আইসি সুখময় চক্রবর্তী, শ্রীরামপুর মহিলা থানার আইসি দীপশ্রী গাঙ্গুলি-সহ পুলিশ আধিকারিকেরা। এছাড়াও সাধারণ পুলিশ কর্মীদের সঙ্গে রাস্তায় উপস্থিত ছিল মহিলা পুলিশ কর্মী, ট্রাফিক কর্মী-সহ কমিশনারেটের উইনার্স টিম। ছিল সাদা পোশাকে পুলিশ কর্মীরা। পুলিশি নজরদারি চলছিল ওয়াচ টাওয়ার থেকে। একইসঙ্গে টাওয়ার থেকে প্রত্যেক শোভাযাত্রার ভিডিওগ্রাফিও করা হচ্ছিল। নজরদারি চলছিল ড্রোন ক্যামেরার মাধ্যমে। রিষড়া থানার কন্ট্রোল রুম থেকে গোটা বিষয়ের উপর নজর রেখেছেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। 

পুলিশ কমিশনার বলেন, "শুধুমাত্র চন্দননগর কমিশনারেট এলাকায় ৬০টি শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রিষড়া এলাকায় ১৪ টি শোভাযাত্রার অনুষ্ঠিত হয়। সোমবার ডানকুনি এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বাকি ৪৪ টি শোভাযাত্রার অনুমোদন দেওয়া হয়েছে আগামী ৯ তারিখ। পুলিশি তৎপরতা ছিল। তবে প্রত্যেকেই সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সমস্ত শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।"


Ram NavamiRam Navami 2025HooghlyRam Navami Peacefully Celebrated

নানান খবর

নানান খবর

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া